ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নির্বাচন শিল্পীদের মিলনমেলা, হার-জিত মুখ্য নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জানুয়ারি ২৮, ২০২২
নির্বাচন শিল্পীদের মিলনমেলা, হার-জিত মুখ্য নয় আসাদুজ্জামান নূর

উৎসবমুখর পরিবেশে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভোটগ্রহণ।

বিকেল ৩টার দিকে ভোট দিতে আসেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর।  

তিনি বলেন, আমরা শিল্পীরা সৃজনশীলতার মধ্য দিয়ে শিল্প চর্চা করি। নির্বাচন একটা সবার মিলনমেলা। এখানে কে হারলো কে জিতল এই মুখ্য বিষয় না।  

তিনি আরও বলেন, যারা জিতবে আশাকরি তারা শিল্পীদের স্বার্থে কাজ করবে। শিল্পীরা যাতে অভিনয়টা পেশা হিসেবে নিতে পারেন তার জন্য আরও বেশি গুরুত্ব দেয়। এটাই আমার নির্বাচিত সদস্যদের কাছে চাওয়া থাকবে।  

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রবীণ এই অভিনেতা বলেন, এবার নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছিলাম। কয়েকদিন হলো হাসপাতাল থেকে এসেছি। এখন ভালো আছি।  

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৭৫২ জন। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনএটি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।