ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

মা হচ্ছেন রিহানা, বেবি বাম্প নিয়ে এলেন প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ফেব্রুয়ারি ১, ২০২২
মা হচ্ছেন রিহানা, বেবি বাম্প নিয়ে এলেন প্রকাশ্যে রকির সঙ্গে রিহানা

মার্কিন পপস্টার রিহানা মা হতে চলেছেন। প্রেমিক গায়ক এসাপ রকির প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি।

রিহানার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

নিউ ইয়র্কের রাস্তায় রকির হাত ধরে হেঁটেছেন রিহানা, যেখানে খোলামেলা পোশাকে নিজের বেবি বাম্প সামনে আনেন গায়িকা। সেই রোম্যান্টিক ছবি গায়িকার ফ্যান ক্লাবের সুবাদে ভাইরাল বিশ্বজুড়ে।

রিহানা মা হওয়ার বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। একবার এক সাক্ষাৎকারে ৩৩ বছরের রিহানা জানান বয়স ৪০ হওয়ার আগেই তিনি মা হতে চান।  

এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই রিহানার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গায়িকা নিজেই সুখবর সামনে আনলেন।

এক দশকেরও বেশি সময় ধরে রিহানা ও এসাপ রকি বন্ধু। শুরুতে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ২০১৩ সালে তারা দু’জন সম্পর্কে জড়ানো। ২০২০ সালে রিহানা ও এসাপকে একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়, এরপর রিহানার দেশ বারবেডো়সে ছুটি কাটাতে দেখা যায় তাদের। তখন থেকেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।