ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

পূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ফেব্রুয়ারি ২, ২০২২
পূর্ণিমার মেয়েও করোনায় আক্রান্ত মেয়ে আরশিয়া উমাইজা সঙ্গে পূর্ণিমা ও ফাহাদ

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার মেয়ে আরশিয়া উমাইজা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে জামাল লেখেন, আমার মেয়ের করোনা পজিটিভ, আমার মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন।  

এর আগে গেল ২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। খবরটি জানিয়েছিলেন পূর্ণিমা নিজেই। জানা গেছে, মা ও মেয়ে দুজনই আপাতত বাসায় বিশ্রামে আছেন। তাদের শারীরিক অবস্থাও বেশ ভালো।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান উমাইজা। বর্তমানে তার বয়স আট বছর।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।