ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ইমরান খানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, ফেব্রুয়ারি ৬, ২০২২
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ইমরান খানের শোক

ঢাকা: প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার (৬ ফেব্রুয়ারি) কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে ইমরান খান বলেন, 'লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এক মহান গায়িকাকে হারাল। তার গান বিশ্বের বহু মানুষকে আনন্দ দিয়েছে। '

এছাড়া পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরীও মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
টিআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।