ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দিনব্যাপি ভালোবাসাময় আয়োজন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
তিন দিনব্যাপি ভালোবাসাময় আয়োজন

বছরঘুরে আবারও প্রকৃতিতে আসছে বসন্ত। বসন্ত মানেই ভালোবাসার হাতছানি।

ফাল্গুনের সঙ্গে হাত ধরাধরি করেই আসে ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটি ঘিরে বিশ্বজুড়েই চলে উন্মাদনা।  

১৪ ফেব্রুয়ারিকে উদযাপন করতে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, সকলেরই থাকে প্রচেষ্টা। ব্যতিক্রম নয় নাগরিক টিভিও। ভালোবাসা দিবস উপলক্ষে নানা আয়োজন থাকছে চ্যানেলটিতে।  

নাগরিক টিভিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় প্রচার হবে ভালোবাসার নাটক ‘মলম পার্টি’। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও শাকিলা পারভীন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন আহমেদ।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় প্রচার হবে ভালোবাসার নাটক ‘এই অবেলায়’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানিজন তিশা।

অবন্তী ভালোবাসে একজন সুনামী কবিকে যে কিনা রাস্তায় ঔষধ বিক্রি করে। ঘটনাক্রমে অবন্তির সঙ্গে তার পরিচয় হয়। অবন্তী তার বাবার সঙ্গে ছেলেটির দেখা করায়। বাবা তাদের বিয়েতে মত দেয় না। নিজেদের ইচ্ছেয় দুজনে বিয়ে করে সংসার শুরু করে। কিছুদিন পর অবন্তির ক্যান্সার ধরা পড়ে। এমন গল্প নিয়ে ‘এই অবেলায়’ নাটকের দৃশ্যপট এগিয়ে যাবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার হবে ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’। রাত ১০টায় প্রচার হবে ভালোবাসার নাটক ‘এই সন্ধ্যাটা ভালোবাসার’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা।  

এই নাটকের গল্পে দেখা যাবে, নীলের বাবা গ্রামে থাকেন। তিনি চান ছেলে যেন বিয়ে করে। হঠাৎ একটি মেয়ে চলে আসে নীলের বাসায়। মেয়েটির এমন আচরণ যেন এই বাসা তার। পরে সে জানতে পারে মেয়েটির বাবা আর নীলের বাবা চায় যেন তারা দুজনে বিয়ে করে। ধীরে ধীরে নীল আর মেয়েটির সখ্য বাড়তে থাকে।  

এছাড়াও ১৪ ফেব্রুয়ারি দিনভর প্রচার হবে ভালোবাসার সিনেমা। সকাল সাড়ে ছয়টায় সিনেমা ‘জীবন সংসার’, ৯টায় সিনেমা ‘ফুল এন্ড ফাইনাল’, দুপুর ১১টা ৫০ সিনেমা ‘সবার উপরে তুমি’, ৩টায় ‘মা আমার স্বর্গ’এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘সুন্দরীবধূ’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।