ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

প্রথমবার পুরস্কার পেলেন ইমরান, কণা ও কোনাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ফেব্রুয়ারি ১৫, ২০২২
প্রথমবার পুরস্কার পেলেন ইমরান, কণা ও কোনাল কণা, ইমরান ও কোনাল

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল এবং যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন দিলশাদ নাহার কণা ও সোমনূর মনির কোনাল। তারা তিনজনই প্রথমবারের মতো এই সম্মাননা পেলেন।

জীবনের প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একসঙ্গে দুইটি বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন ইমরান মাহমুদুল। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য সুরকার ও গায়ক হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন তিনি।  

এমন প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘এই মুহূর্তে বাবাকে খুব মনে পড়েছে। তাকে আমার পুরস্কারটি উৎসর্গ করছি। পরিবার ও শ্রোতাদের পাশে পেয়েছি বলেই আজ আমার এই অর্জন। ’

একই গানের জন্য ইমরানের সঙ্গে তার সহশিল্পী কণাও পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, ‘প্রথমেই ধন্যবাদ কবির বকুল ভাইকে। তিনি খুব সুন্দর গানটা লিখেছেন। ধন্যবাদ চয়নিকা দি, ইমরানসহ পুরো ‘বিশ্বসুন্দরী’ টিমকে। ’

‘তুই কি আমার হবিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারও হয়েছেন কবির বকুল।

‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য প্রথমবার পুরস্কার পেলেন সোমনূর মনির কোনাল। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের কাছ থেকে এমন স্বীকৃতি- একজন শিল্পীর জন্য আর কী লাগে! আমার এই অল্প সময়ের ক্যারিয়ারে এটা যে কত বড় প্রাপ্তি, তা বলে বোঝানো যাবে না। ’

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।