ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম হিরো আলম

আলোচিত ইউটিউবার হিরো আলম নিজেই প্রযোজনা করে পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন। সেই সুবাদে চলচ্চিত্র প্রযোজকদের সংগঠন ‘চলচ্চিত্র প্রযোজক সমিতি’র সদস্যও হয়েছেন তিনি।

এবার এই সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হিরো আলম।

চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এই সংগঠন ২০২১ সালের মার্চ থেকে বাংলাদেশ নেতৃত্বশূন্য রয়েছে। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তিনি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই নির্বাচনে অংশ নিবেন হিরো আলম। তবে কোনও প্যানেল নয়, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘এবার আমি প্রযোজক সমিতির নির্বাচন করবো। শুনছি এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। এখনো দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। আমার ইচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। ’

বর্তমানে পাঁচটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হিরো আলম। শিগগিরই সিনেমাগুলো কাজ শেষ আলোর মুখ দেখবে বলে জানান তিনি। এর বাইরে স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে হিরো আলমের।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।