ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসিতে আজিজুর রহমানকে শ্রদ্ধা জানালেন সহকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এফডিসিতে আজিজুর রহমানকে শ্রদ্ধা জানালেন সহকর্মীরা

ঢাকা: দেশে ফিরেছে ‘ছুটির ঘণ্টা’খ্যাত পরিচালক আজিজুর রহমানের মরদেহ। রোববার (২০ মার্চ) বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই পরিচালকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দর থেকে এই নির্মাতার মরদেহ সরাসরি নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। অশ্রু আর ফুলে তাকে শ্রদ্ধা জানান তার সহকর্মী ও বর্তমান প্রজন্মের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

শ্রদ্ধা জানানো শেষে এফডিসি প্রাঙ্গণে বাদ ঈশা অনুষ্ঠিত হয় আজিজুর রহমানের জানাজা।

সেসময় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক বাপ্পারাজ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।  

উল্লেখ, ১৪ মার্চ কানাডার টরোন্টোতে ১৪ মার্চ কানাডার টরোন্টোতে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।