ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রয়াত লাকী আখান্দের সুরে নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
প্রয়াত লাকী আখান্দের সুরে নতুন অ্যালবাম ‘মেলে দিক পাখনা’ অ্যালবামের মোড়ক উন্মোচন করছেন মামিন্তি আখান্দ নূর

প্রয়াত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখান্দের সুরে ও গীতিকবি গোলাম মোর্শেদ’র কথায় নির্মিত হয়েছে একক অ্যালবাম ‘মেলে দিক পাখনা’। পাঁচটি গানে সাজানো এ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনজুরুল ইসলাম।

সম্প্রতি ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র (আলিয়াস ফ্রসেস) ধানমন্ডির লা-গ্যালারিতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অ্যালবামটি অবমুক্ত করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন প্রয়াত লাকী আখান্দের কন্যা মামিন্তি আখান্দ নূর।  

অ্যালবামের গানগুলোর শিরোনাম- ‘এই রাত এমন মধুর’, ‘জোছনায় বেসামাল’, ‘প্রতিচ্ছবি’, ‘আজনবী’ ও ‘হারানো মেঘের সাথে দেখা’।  লাকী আখান্দ জীবিত থাকাকালীন সময়ে গানগুলোর সুর করেছিলেন।

গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন প্রদীপ ঘোষ, দীপংকর ভাস্কর, বাপী দে, পিটু নন্দী, সুজয় ভট্টাচার্য, বাপ্পা চ্যাটার্জি ও রকেট মন্ডল। জি-সিরিজের প্রযোজনায় অ্যালবামটির গানগুলোর নান্দনিক ভিডিও নির্মিত হয়েছে।  

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে ‘মেলে দিক পাখনা’ অ্যালবামের গানগুলো শোনা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।