ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিন্ন আয়োজনে রিংকুর কণ্ঠে ‘কানার হাট-বাজার’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
ভিন্ন আয়োজনে রিংকুর কণ্ঠে ‘কানার হাট-বাজার’ মশিউর রহমান রিংকু

জনপ্রিয় সংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর কণ্ঠে ভিন্ন আয়োজনে প্রকাশ হলো লালন সাঁইজির ‘কানার হাট-বাজার’ গানটি। বিশ্বের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে গানটি তৈরি হয়েছে উইন্ড অব চেঞ্জ-এর মঞ্চে।

নতুন করে এই গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। মহর্ষি মনমোহন দত্তের এই গানটি শুক্রবার (০৮ এপ্রিল) থেকে গানবাংলা টেলিভিশন এবং চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।

রিংকু জানান, ‘কানার হাট-বাজার’ গানটি রেকর্ড ও শুটিং হয়েছে বেশ ক’বছর আগে। এবার সেটি রোজা ও ঈদ উপলক্ষে প্রকাশ হলো।

ফোক ঘরনার গানের জনপ্রিয় শিল্পী রিংকু মাঝে এক বছর গান থেকে দূরে ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। এ কারণে গ্রামে ফিরে যান। তবে ২০২‌১ সালের আগস্টের শেষে আবার ঢাকায় ফিরে আস্তে আস্তে গানে সম্পৃক্ত হতে থাকেন তিনি।  

সবশেষ, চলতি বছরের শুরুতে প্রকাশ হয় রিংকুর গাওয়া নতুন গান ‘রঙিলা নৌকা’। গানটির প্রকাশের তিন মাসের ব্যবধানে এলো তার কণ্ঠে ‘কানার হাট-বাজার’।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।