ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ্যে তিন্নির ‘প্রজাপতি মন’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ্যে তিন্নির ‘প্রজাপতি মন’ 

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গানচিত্র প্রকাশ করলেন ‘সেরাকণ্ঠ’খ্যাত সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি।  

‘প্রজাপতি মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শেখ নজরুল।

ফিদেল নাঈমের সুরে সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানচিত্রের মডেল হয়েছেন তিন্নি নিজেই। ফিদেল নাঈমের নির্দেশনায় ভিডিওর দৃশ্যধারণ হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে।  বুধবার (১৩ এপ্রিল) গানচিত্রটি এইচ এম ভয়েস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।  

গানটি প্রসঙ্গে তিন্নি বলেন, ‘প্রজাপতি মন’ গানে প্রকৃতির প্রতি নিজের ভালো লাগার কথা উঠে এসেছে। আমরা সবাই প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। ফুল, পাখি, প্রজাপতি এসবের প্রতি অনুভূতিটাই দেখানো হয়েছে এখানে।  

তার নতুন আরো দুটি গান আসন্ন ঈদুল ফিতরে প্রকাশ পেতে পারে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, নারায়ণগঞ্জের মেয়ে তিন্নি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত গান চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।