ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘শিল্পীকে সম্মান না করতে পারলে মিডিয়াতে কাজ করা হাস্যকর’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
‘শিল্পীকে সম্মান না করতে পারলে মিডিয়াতে কাজ করা হাস্যকর’ আঁখি আলমগীর

একটি টেলিভিশন চ্যানেলে গানের অনুষ্ঠান দেখতে গিয়ে উপস্থাপকের আচরণে ক্ষোভ জানালেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। ওই অনুষ্ঠানে দু’জন শিল্পী অতিথি ছিলেন।

তবে তাদের ক্ষেত্রে দু’রকম গুরুত্ব দেওয়ায় বিরক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

শনিবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান আঁখি আলমগীর। তার ওই পোস্টে একাত্মতা জানিয়েছেন গণমাধ্যম ও শোবিজের অনেকেই।

আঁখি আলমগীর লেখেন, একটি লাইভ প্রোগ্রামে যদি দু’জন শিল্পী বসেন গান পরিবেশনার জন্য, তারা যেমনই হোক, যেমনই গান করুক, কম বা বেশি পরিচিত হোক একে অপরের চেয়ে, প্রেজেন্টারের দায়িত্ব দু’জন শিল্পীকেই সমান সম্মান দেওয়া।

তিনি ক্ষোভ প্রকাশ করে সেখানে আরও লেখেন, শিল্পীর সম্মান মানে শিল্পের সম্মান। সেটা না করতে পারলে মিডিয়াতে কাজ করতে আসা হাস্যকর, অপেশাদার আচরণ। একটি লাইভ দেখলাম, তাই লিখলাম। চ্যানেলের নাম জানতে চাইবেন না।

সবশেষ চলতি মাসের ৭ তারিখ প্রকাশ হয় আঁখি আলমগীরের গাওয়া নতুন গান ‘কেন এতো ভয়’। এর কথা লিখেছেন মারুফ হাসান। সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। শুধু তাই নয় গানের মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।