ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিটিভিতে বিদেশি গল্পের নাটক ‘বাঘবন্দি খেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১২, ২০২২
বিটিভিতে বিদেশি গল্পের নাটক ‘বাঘবন্দি খেলা’

নোবেল বিজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং রচিত ‘প্লে উইথ আ টাইগার’ অবলম্বনে নির্মিত হয়েছে বাংলা নাটক ‘বাঘবন্দি খেলা’। এটি প্রচার হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

ঈমাম হোসাইনের প্রযোজনায় নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এর বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, মরু ভাস্কর, রিয়াদ রায়হানসহ অনেকে।  

প্রযোজক জানান, নাটকটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্ত মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম-বিচ্ছেদ, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র তুলে ধরা হয়েছে।

আগামী শুক্রবার (১৩ মে) রাত ৯টায় ‘বাঘবন্দি খেলা’ বিটিভিতে প্রচার হবে।

উল্লেখ্য, বিশ্বের নামকরা সব সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস থেকে বিটিভিতে নিয়মিত নির্মিত হচ্ছে ‘বিশ্বনাটক পর্ব’। প্রতি মাসেই একটি করে নাটক প্রচারিত হচ্ছে। মূলত মে মাসের বিশ্বনাটক পর্বে প্রচার হবে ‘বাঘবন্দি খেলা’।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।