ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

রাজনীতিবিদকে নিয়ে অপমানজনক পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, মে ১৫, ২০২২
রাজনীতিবিদকে নিয়ে অপমানজনক পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

সামাজিকমাধ্যমে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শরদ পাওয়ারকে নিয়ে অপমানজনক পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল।

শরদ পাওয়ার ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান।

কেতকী চিতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার দল।  

জানা যায়, কেতকী চিতালের নামে উল্লেখিত অভিযোগে মামলা দায়েরের পরে শনিবার নাভি মুম্বাই থেকে গ্রেফতার করে থানে পুলিশ।  

ওই পোস্টটি শুক্রবার শেয়ার করা হয়। তবে ফেসবুকের পোস্টটি কেতকী চিতাল নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এ কারণেই বিতর্কে জড়িয়েছেন তিনি।  

কেতকী চিতালের পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি এবং নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শরদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যদিও শরদ পাওয়ারের বয়স ৮১ বছর।

যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে।  

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।