ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেম আর বিচ্ছেদ নিয়ে দীঘির ‘শেষ চিঠি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মে ৩১, ২০২২
প্রেম আর বিচ্ছেদ নিয়ে দীঘির ‘শেষ চিঠি’ প্রার্থনা ফারদিন দীঘি

ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটতে যাচ্ছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ নামের এই ওয়েব ফিকশনে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াস রোহান।

এর গল্পে রয়েছে প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ। চরকি ফ্লিক ‘শেষ চিঠি’ মুক্তি পাচ্ছে আগামী ২ জুন রাত ৮টায়।

এর গল্পে দেখা যাবে, তুলি ভালোবেসে ঘর বাঁধেন শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো। এই টানাপোড়নে চলতে থাকে তুলি-শ্যামলের সংসার। কিন্তু এক সময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যান!

এ প্রসঙ্গে দীঘি বলেন, এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই। গল্পটি আমার খুব কাছে ও পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার অভিষেক হচ্ছে।

ইয়াশ জানান, ‘শেষ চিঠি’তে একদম ভিন্ন এক ইয়াশকে দেখবেন দর্শক।

নির্মাতা জানান, গল্পটি দর্শক বেশ উপভোগ করবেন। আর ‘শেষ চিঠি’র দুটি গান মন ভেজাবে।  
এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে রোহান ও দীঘিকে। আরো অভিনয় করেছেন সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ৩১, ২০২২
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।