ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে চিত্রপরিচালক শিল্পী চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জুন ২০, ২০২২
হাসপাতালে চিত্রপরিচালক শিল্পী চক্রবর্তী

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী। রোববার (১৯ জুন) রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি জানান, পরিচালক শিল্পী চক্রবর্তী দাদা মাইনর ব্রেইন স্ট্রোক করে পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দাদার দ্রুত রোগ মুক্তি কামনা করছি।

এদিকে শিল্পী চক্রবর্তীর ছোট ছেলে সুমিত চক্রবর্তী বলেন, ‘আপাতত বাবা কিছুটা ভালো আছেন। তবে তার ডান পাশটা একটু দুর্বল হয়ে পড়েছে। কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে। ’

৬৯ বছর বয়সী শিল্পী চক্রবর্তী দুই ছেলের জনক এবং সংগীত পরিচালক ইমন সাহা ও দেবাশীষ বিশ্বাসের মামা তিনি।  

‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’ তার নির্মিত সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার সূচনা করেন। পরবর্তীতে সিবি জামানের সহকারী হিসেবেও কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।