ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

শেখ হাসিনা প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি: রিয়াজ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জুন ২৫, ২০২২
শেখ হাসিনা প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি: রিয়াজ পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো চিত্রনায়ক রিয়াজ

বাংলাদেশের মানুষের জন্য আজ স্মরণীয় দিন। স্বপ্ন এখন বাস্তব।

উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। বিশেষ এই মুহূর্তের সাক্ষী হয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

সেতুর উদ্বোধনী অনুষ্ঠানস্থলে বসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে ফেসবুকে একটি লাইভ করছিলেন লেখক আনিসুল হক। সেই লাইভেই নিজের মনের ভাব প্রকাশ করেন রিয়াজ।

এই অভিনেতা বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

রিয়াজ ছাড়াও শোবিজ জগত থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।