ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

পরীমনির জন্য উপহার পাঠালেন তিশা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জুলাই ৭, ২০২২
পরীমনির জন্য উপহার পাঠালেন তিশা পরীমনি-নুসরাত ইমরোজ তিশা

প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে কাজ থেকে ছুটি নিয়ে বাসায় সময় কাটাচ্ছেন তিনি।

পরীর এই মাতৃত্বকালীন সময়ে ভালোবাসাস্বরূপ বিশেষ উপহার পাঠিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সামাজিকমাধ্যম ফেসবুকে উপহারের ছবি শেয়ার করে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি নিজেই।  

তিশার উপহার পেয়ে পরীমনি লেখেন, ‘তিশা আপুর কাছ থেকে ভালোবাসা পেলাম। তোমাকে ভালোবাসি। ’

ছবিতে দেখা যায়, পরীমনির জন্য হলুদ রঙের একটি শাড়ি, কয়েক রকম ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিশা।  

মোস্তফা সররায় ফারুকী ও তিশা দম্পতির সঙ্গে পরীর সম্পর্ক দারুণ। ফারুকীর পরিচালনায় একটি কাজও করেছিলেন পরীমনি। মাতৃত্বকালীন সময়ে পরীর খোঁজ খবর নেন তিশা।  

তিশা নিজেও এক সন্তানের জননী। ফারুকী-তিশার সংসারে চলতি বছরের ৫ জানুয়ারি জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান। সেই কন্যার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।