ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের আগের দিনে টিভিতে বিশেষ অনুষ্ঠান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ঈদের আগের দিনে টিভিতে বিশেষ অনুষ্ঠান

দেশের টেলিভিশন চ্যানেলগুলো ঈদকে কেন্দ্র করে কয়েক দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করে। মূলত এই আয়োজন শুরু হয় ঈদের আগের রাত থেকেই।

রোববার (১০ জুলাই) ঈদুল আযহা। তার আগে শনিবার (০৯ জুলাই) রাত থেকেই টেলিভিশন চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হবে।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টা ৪০ মিনিট প্রচার হবে নাটক ‘রিটার্ন টিকিট’। নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু আর প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, ডা. এজাজ, নরেশ ভুঁইয়া, আল মামুন প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দলের সংগীতানুষ্ঠান ‘ব্যান্ড শো’। এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।

বাংলাভিশনে বিকেল ৫টা ১৫ মিনিট প্রচার হবে ‘আড্ডা দ্য মিটিং, অনন্ত-বর্ষা’। এতে  অতিথি ঈদের সিনেমা ‘দিন দ্য ডে’র নায়ক-নায়িকা অনন্ত জলিল ও বর্ষা জুটি উপস্থিত থাকবেন। এছাড়া সরাসরি সংগীতানুষ্ঠান ‘জীবন ঘণ্টা’ প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিট। এটি মমতাজ বেগমের একক সংগীতানুষ্ঠান।

চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট প্রচার হবে ঈদ ধারাবাহিক ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’-এর প্রথম পর্ব। ফরিদুর রেজা সাগরের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্তসহ অনেকে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, স্বাগতা, মোহাম্মদ বারী।

এনটিভিতে দুপুর ৩টা ১৫ মিনিট প্রচার হবে নাটক ‘নীল কিনন’। মইনুল খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম। এতে অভিনয় করেছেন ডলি জহুর, আল মামুন, তানিয়া আহমেদ, শহীদুজ্জামান সেলিম, অহনা, রাশেদ সীমান্ত। রাত ৯টায় প্রচার হবে সরাসরি সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’। ফারজানা বীথির উপস্থাপনায় এতে গাইবেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিক।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।