ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

মা হারালেন আফজাল হোসেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জুলাই ১৮, ২০২২
মা হারালেন আফজাল হোসেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম আর নেই। রোববার (১৭ জুন) রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনুয়ারা খানম রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।

ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ তথ্যটি নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতায়ও ছিল। শেষ রক্ষা হলো না।

জানা যায়, রোববার ছিল আফজাল হোসেনের বাবার মৃত্যুবার্ষিকী। যে দিন তার বাবা চলে গিয়েছিলেন, ঠিক একই দিনে মাকেও হারালেন তিনি।  

সোমবার (১৮ জুলাই) সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে জানাজা শেষে আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।