ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

সামাজিকমাধ্যম ফেসবুকে

মেহজাবীনের অনুসারী কোটি ছাড়িয়ে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জুলাই ১৯, ২০২২
মেহজাবীনের অনুসারী কোটি ছাড়িয়ে মেহজাবীন চৌধুরী

ভক্তদের সঙ্গে তারকাদের যোগাযোগ স্থাপনের বর্তমান সময়ে অন্যতম মাধ্যম সামাজিকমাধ্যম। এর মাধ্যমেই ভক্তরাও তাদের প্রিয় তারকার কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা আপডেট পেয়ে থাকেন।

এ কারণেই তারকাও বেশ সরব ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অনান্য মাধ্যমে।

পর্দার মতোই ফেসবুকেও বেশ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিয়মিত সেখানে নানা ধরনের কনটেন্ট পোস্ট করেন তিনি। সেই ফেসবুকে মেহজাবীনের অনুসারীর সংখ্যা এক কোটির ফলক স্পর্শ করল। মঙ্গলবার (১৯ জুলাই) তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন ছুঁয়েছে।  

এর আগে দেশের শোবিজ তারকাদের মধ্যে ফেসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় চিত্রনায়িকা পরীমনির। তারপর নন্দিত উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেতের অনুসারীর সংখ্যাও কোটি ছাড়িয়ে যায়। এক কোটির ক্লাবে তৃতীয় তারকা হিসেবে প্রবেশ করলেন মেহজাবীন।  

জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ ফেসবুক পেজটি চালু করেন মেহজাবীন। বর্তমানে অভিনেত্রীর পেজটি ভেরিয়ায়েড।

এর আগে ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে দেশিয় শোবিজে নাম লেখান মেহজাবীন এরপর শুরু করেন অভিনয়। বর্তমান সময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।