ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘ভাল্লাগে’ গানের শিল্পী-কলাকুশলীদের মিলনমেলা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জুলাই ২৭, ২০২২
‘ভাল্লাগে’ গানের শিল্পী-কলাকুশলীদের মিলনমেলা ‘ভাল্লাগে’ গানের শিল্পী ও কলাকুশলী

চলতি মাসের শুরুতে প্রকাশিত হয় সুমি শবনমের গাওয়া ‘ভাল্লাগে’ শিরোনামের গান। ইতোমধ্যেই ইউটিউবে প্রায় ৩ মিলিয়ন ভিউ হয়েছে গানটি।

এমন সাফল্যে গানের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) মিলনমেলার আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মালিমিডিয়া।  

সেখানে সুমি শবনম বলেন, গানের কথাগুলো খুবই ভালো লেগেছিল তাই গানটি করা। গানটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রযোজনা প্রতিষ্ঠানকে। নতুন গানটি থেকে বেশ সাড়া পাচ্ছি। সব ব্যস্ততা কাটিয়ে এখন থেকে নিয়মিত গান করার পরিকল্পনা সাজিয়েছি।  

মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে ‘ভাল্লাগে’ গানটিতে কণ্ঠ দেন সুমি শবনম। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।  
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।