ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলায় গান করার সুযোগ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কোক স্টুডিও বাংলায় গান করার সুযোগ

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করেছে কোক স্টুডিও বাংলা। প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশ পায় ২৩ ফেব্রুয়ারি।

অনিমেষ রায়ের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয় হয়। শুধু এই গানটিই নয়, প্রথম সিজনের প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এবার শুরু হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। তার আগেই জানা গেল সুখবর।  

কোক স্টুডিও বাংলা ঘোষণা দিয়েছে, যে কেউই নিজের লেখা বা সংগীতায়োজন করা গান দিয়ে সিজন ২-তে অংশ নিতে পারবেন। শুধু তাই নয়, কেউ যদি ভালো গাইতে বা কোনো ইন্সট্রুমেন্ট ভালো বাজাতে পারেন, তাহলে সেটা শেয়ার করেও অংশ হতে পারবেন।

কোক স্টুডিও বাংলা এক্সপ্লোর এর লিংকে ইচ্ছুকরা কথা, গান বা বাজানো ইন্সট্রুমেন্ট পাঠাতে পারবেন। কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষের সেগুলো পছন্দ হলে শিগগিরই তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।