ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিদেশে ‘হাওয়া’র দুই সপ্তাহের অগ্রিম টিকিট শেষ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
বিদেশে ‘হাওয়া’র দুই সপ্তাহের অগ্রিম টিকিট শেষ! 'হাওয়া'র পোস্টার

দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ‘হাওয়া’। সিনেমাটি ওশেনিয়া ও উত্তর আমেরিকার বড় চারটি দেশে প্রদর্শিত হতে যাচ্ছে।

এরই মধ্যে দেশের মতো বিদেশের মাটিতেও দারুণ সাড়া ফেলেছে ‘হাওয়া’। দর্শকদের মধ্যে অগ্রিম টিকিট কেনার হিড়িক পড়েছে।  

তথ্যটি নিশ্চিত করেছেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে বলে জানানো হয়েছে।   

এদিকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন থেকে জানানো হয়েছে, ‘হাওয়া’র অগ্রিম টিকিট ছেড়ে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকিট বিক্রি শেষ! মাত্র ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

জানা যায়, ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।  

এই নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও সংখ্যাটা আরও বাড়বে। ’

২৯ জুলাই দেশের ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’। এর ‘সাদা সাদা কালা কালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই সিনেমাটি দেখার জন্য দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়।  

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির গল্পে গড়ে উঠেছে মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে! রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি। আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ আরো বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।