ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ের সঙ্গে উজবেকিস্তান গেলেন গাঙ্গুয়া

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
মেয়ের সঙ্গে উজবেকিস্তান গেলেন গাঙ্গুয়া মেয়ের সঙ্গে গাঙ্গুয়া

মেয়ে ফারজানা আক্তার পপির সঙ্গে উজবেকিস্তান গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। রোববার (০৭ আগস্ট) সন্ধ্যার একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

জানা যায়, গাঙ্গুয়ার মেয়ে ফারজানা আক্তার পপি সেখানের একটি স্কুলে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন।  

এ বিষয়ে আরো জানা যায়, পপি ঢাকা বিশ্ববিদ্যাল থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর শেষ করেন। এরপর ঢাকার অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষতায় যুক্ত হন। সেই চাকরি ছেড়ে দিয়ে ২০২১ সালে উজবেকিস্তানের ইন্দেন্টো দ্য উজবেক ইন্টারন্যাশনাল স্কুলে যোগ দেন।

পপি বলেন, উজবেকিস্তানের শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছি গত বছর। এবার দেশে এসে বাবাকে বেড়াতে নিয়ে যাচ্ছি। বাবা এক সপ্তাহের মতো থাকবেন আমার সঙ্গে।

১৯৭৮ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন পারভেজ গাঙ্গুয়া। তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালে নজরুল পরিচালিত ‘মাস্তান রাজা’ সিনেমায় প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।