ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাজী নজরুল স্মরণে বিটিভিতে ‘বনের পাপিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
কাজী নজরুল স্মরণে বিটিভিতে ‘বনের পাপিয়া’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নির্মিত বিশেষ নাটকটি নজরুলের মূল গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ।

প্রযোজনা করেছেন শাহজামান মিয়া।

পাখির প্রতি প্রেম-ভালোবাসা এ গল্পের মূল লক্ষ্য। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলম প্রমুখ।  

‘বনের পাপিয়া’গল্পে উল্লেখিত পাখিটি রমলার কাছে এসেছে ঐশ্বরিকভাবে। রমলা ভাবছেন বৃন্দাবন থেকেই এই পাখির আবির্ভাব। রমলা ও পাখির প্রেম ঠিক রাধা-কৃষ্ণের ভালোবাসার প্রতীক। রমলা তার স্বামীর চেয়েও পাখিটিকে বেশি ভালোবাসে, তাই স্বামীর মন খারাপ। এক পর্যায়ে তার স্বামী পাখিটিকে বনে ফেলে দিলে রমলা সংসার ত্যাগ করে ঈশ্বরের কাছে চলে যাওয়ার জন্য নদীতে ডুব দেয়। রমলার মনে হয়, ওটা পাখি ছিল না; পাখিটি ছিল ঈশ্বর।  

নাকটির এই ‘রমলা’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি।  

বিশেষ নাটক ‘বনের পাপিয়া’ বিটিভিতে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।