ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রসেনজিতের সঙ্গে প্রেম না হওয়ার আফসোস রচনার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
প্রসেনজিতের সঙ্গে প্রেম না হওয়ার আফসোস রচনার! রচনা ব্যানার্জী-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি রচনা ব্যানার্জী-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা।

রচনার কথায়, প্রসেনজিৎ শুধু তার সহশিল্পী নন, বন্ধু ও গাইড। একবার এক অনুষ্ঠানে রচনা আফসোসের সুরেই বলেছিলেন, ‘প্রসেনজিৎ কোনোদিন আমার প্রেমে পড়ল না’। যদিও পুরোটাই মজার ছলেই বলেছিলেন রচনা।

মনের মিল না হলেও দুই তারকার পছন্দের মিল কতটা? সেটি ধরা পড়লো বুম্বাদার সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিলে।

নব্বই দশকে পর্দা কাঁপানো এই জুটি অংশ নেন মজার খেলা ‘দিস অর দ্যাট’ চ্যালেঞ্জে। সেখানে নিজেদের পছন্দের অপশন বেছে নিতে দেখা গেল দুই তারকাকে। রচনার যেমন চা না হলে চলে না, তেমনই প্রসেনজিতের পছন্দ ব্ল্যাক কফি।  

আবার রচনার ক্রিকেট ভালো লাগে আর বুম্বাদার ফুটবল। নায়িকা সমুদ্রে ঘুরতে যেতে ভালোবাসেন, নায়কের পছন্দ পাহাড়। এত্তো অমিলের মাঝে মিলও রয়েছে দুজনের। পার্টি না করে দুজনেই বাড়িতে সময় কাটাতে ভালোবাসেন, পাশাপাশি ফোনে কথা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।  

রুক্মিণী মৈত্র এই ভিডিওর কমেন্ট বক্সে লেখেন, ‘খুব মিষ্টি’। ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দুজনকে।

শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ কয়েকদিন আগে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই তিনি বলেন, কম করে ৩৫-৪০টা সিনেমায় একসঙ্গে কাজ করেছি। তারপরেও একবারো মনে হলো না, রচনার সঙ্গে একটু প্রেম করা যেতে পারে? প্রেমিক মানুষ তো, এটা মনে হয়নি। কখনও মনে হয়নি রচনার হাত ধরে একটু ঘোরা যায়, একটু প্রেমালাপ করা যায়।

জুন মাসে ‘দিদি নম্বর ১’র মঞ্চে শেষবার একফ্রেমে দেখা গেছে প্রসেনজিৎ-রচনাকে। ‘আয় খুকু আয়’র প্রচারে হাজির হয়েছিলেন বুম্বাদা। সেখানে পছন্দের সহ-শিল্পী সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন রচনা। যা দেখে সবার মন্তব্য, তোমাদের রসায়ন আজও সেরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।