ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দৃক’র মিউজিক্যাল ফিল্মের দ্বিতীয় পর্ব আসছে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
দৃক’র মিউজিক্যাল ফিল্মের দ্বিতীয় পর্ব আসছে 

দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথমবারের মতো তিন পর্বের মিউজিকাল ফিল্মের কাজ করছে ব্যান্ড দল ‘দৃক’। ইতোমধ্যেই এর প্রথম পর্ব উন্মুক্ত করেছে হার্ড রক ঘরনার ব্যান্ডটি।

মিউজিকাল ফিল্মের প্রথম পর্বের শিরোনাম ‘রং আলোড়ন’। এটি সেপ্টেম্বরের প্রথম দিন দলটির নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

এবার জানা গেল, শিগগিরই আসতে চলছে এর দ্বিতীয় পর্ব। এর শিরোনাম ‘অমৃত অন্ধকার’। ব্যান্ডটির অফিশিয়াল পেজ থেকে এমনটিই জানানো হয়েছে।  

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ‘অমৃত অন্ধকার’-এর বড় চমক হিসেবে থাকছেন ইকবাল আসিফ জুয়েল। যিনি বাংলাদেশের ২টি জনপ্রিয় ব্যান্ড ‘লেজেন্ড এবং ওয়ারফেইজ’র সদস্য ছিলেন। বর্তমানে ব্যান্ড দল মাইলসের অন্যতম সদস্য। পাশাপাশি রক সিরিজের ব্যান্ড মিক্সড অ্যালবামের সমন্বয়ও করেন। জনপ্রিয় অনেক অ্যালবামের প্রডিউসার হিসেবে কাজ করেছেন তিনি।

সেখানে আরো জানানো হয়, ডি-রকস্টার প্রতিযোগীতার সময় থেকেই দৃকের পাশে ছিলেন ইকবাল আসিফ জুয়েল। তার সমন্বয় করা ‘রক ১০১’-এ দৃকের ‘আঁধার মানুষ’ গানটি প্রকাশিত হয়। এছাড়াও তাদের চলমান মিউজিক্যাল ফিল্মের ‘রং আলোড়ন’র কো-প্রোডিউসার হিসেবে কাজ করেছেন এবং ‘অমৃত অন্ধকার’ গানটিতে তাকে গিটার হাতে দেখা যাবে।

এর আগে ‘রং আলোড়ন’ প্রকাশের সময় ‘দৃক’ ব্যান্ডের ভোকাল জামান সাইফ জানিয়েছিলেন, আরো দুটি গান ভিন্ন শিরোনামে প্রকাশ হবে। মোট তিন পর্বের মিউজিক্যাল ফিল্ম এটি। তবে তিন পর্ব মিলিয়ে একটাই গল্প উঠে আসবে। তিন মাসে তিনটি পর্ব প্রকাশ হবে। সে হিসেবে অক্টোবরে আসবে দ্বিতীয় পর্ব আর নভেম্বরের শুরুতে শেষ পর্ব।

এবার জানা গেল, আসছে ১৩ অক্টোবর মিউজিক্যাল ফিল্মের দ্বিতীয় পর্ব ‘অমৃত অন্ধকার’ প্রকাশ হবে।  

২০০২ সালে ব্যান্ড ‘দৃক’র পথচলা শুরু। ব্যান্ডটি লাইম লাইটে আসে ২০০৭ সালে ডি-রকস্টার নামে একটি ট্যালেন্ট হান্ট শোর মধ্য দিয়ে। এখন পর্যন্ত তারা ব্যান্ডের নামে একটি অ্যালবামসহ বেশকিছু সিঙ্গেল উপহার দিয়েছেন শ্রোতাদের।

ব্যান্ডটির বর্তমান লাইন আপ- ভোকালে সাইফ, বেইস গিটারে রাহি, ড্রামসে উপল, গিটারিস্ট মোহন্ত। এছাড়া অতিথি গিটারে রাফি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।