ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, অক্টোবর ১৩, ২০২২
জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে না কবীর সুমন

অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামী ১৫-১৮ অক্টোবর ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের জাদুঘরের প্রধান মিলনায়তনে গানের আয়োজন নির্ধারিত ছিল।

আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ বলেন, ‘আমরা এখনো অনুমতি পাইনি। অনুমতি নেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি অনুমতি পাব। ’

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘জাদুঘরের মতো পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। ’

অন্য কোথাও অনুষ্ঠানটি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো অনুমতি চাওয়া হয়নি।  

বাংলাদেশ সময়; ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।