ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সপ্তাহে যেসব হলে ‘যাও পাখি বলো তারে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
দ্বিতীয় সপ্তাহে যেসব হলে ‘যাও পাখি বলো তারে’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘যাও পাখি বলো তারে’। মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র অভিনীত সিনেমাটি গেলো ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমাটি শুক্রবার (১৪ অক্টোবর) থেকে দ্বিতীয় সপ্তাহের মতো প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে ২১টি হলে মুক্তি পেলেও চলতি সপ্তাহে এই সংখ্যা কমে ৯টি হলে প্রদর্শিত হচ্ছে।  

জানা যায়, ঢাকার মধ্যে ‘যাও পাখি বলো তারে’ দেখা যাচ্ছে ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাসে (কেরানীগঞ্জ)। এছাড়াও সিলভার স্ত্রিন (চট্টগ্রাম), গুলশান (নারায়ণগঞ্জ), আনন্দ (কুলিয়ারচর), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), সাধনা (রাজবাড়ী) ও বিজিবি (সিলেট)-এ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।  

সিনেমাটি বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘যাও পাখি বলো তারে’র কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।