ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ প্রদর্শনীর শততম দিন, প্রযোজকের সন্তুষ্টি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ প্রদর্শনীর শততম দিন, প্রযোজকের সন্তুষ্টি প্রকাশ

চলতি বছরের আলোচিত সিনেমার মধ্যে অন্যতম ‘হাওয়া’। গেল ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুমুল আলোচিত সিনেমাটি।



মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনী ১০০তম দিন স্পর্শ করল শনিবার (০৫ নভেম্বর)।

এ উপলক্ষে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সেখানে সিনেমাটির প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।  

এ সময় ‘হাওয়া’ কেমন ব্যবসা করল, জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুণ্ডু সাংবাদিকদের বলেন, ‘সিনেমার ব্যবসায় আমরা সন্তুষ্ট। তার চেয়ে বড় বিষয় হলো, সিনেমাটি এখন জাতীয় সম্পদ। এর চেয়ে বড় কিছু হতে পারে না। ’

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘হাওয়া মুক্তির প্রথম দিন থেকে টিকিটের অনেক চাপ ছিল। আমরা সবাই মিলে সিনেমাটি দেখতে পারছিলাম না। এটা একদিকে আনন্দের, অন্যদিকে বিব্রতকরও। ’

তিনি আরো বলেন, ‘সব কলাকুশলী, দর্শক ও সাংবাদিকদের ধন্যবাদ। সিনেমা এর পরেও নিশ্চয়ই বানাব। কিন্তু প্রথম সিনেমার আবেগ অন্য রকম। ’

‘হাওয়া’ সিনেমাটির গল্পে গড়ে উঠেছে মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে! এতে রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি।

আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ বেশ কয়েকজন শিল্পীও অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।