ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়: টানা তিনদিন ৮ থেকে ৯ ডিগ্রি থেকে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি হওয়ার একদিন পর আবার উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে গেছে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে ৯ দশমিক ৪ ডিগ্রির ঘরে ছিল, রোববার (৫ জানুয়ারি) ৯ দশমমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (৬ জানয়ারি) ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।  

এদিকে দেখা গেছে, দিনভর শীতের তীব্রতা কম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ নিয়ে আবার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার পর সূর্যের মুখ দেখা গেছে।  

আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।