মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার রান্না ঘরের সিলিংয়ের ওপর চুপিসারে বসেছিল একটি অজগর সাপ (Pythons)। রান্নার কাজ করতে ঘরে প্রবেশ করেন ওই বাড়ির গৃহিনী।
শনিবার (২৪ মে) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানের পিটার বাবু (ক্লার্ক) শামীম আহমেদের বাসায় এ ঘটনা।
বাগানের পিটার বাবু শামীম আহমেদ তার পরিচিত তুহিন নামে এক ব্যক্তিকে সাপের ঘটনা জানালে, তিনি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সিলিংয়ের সাথে ঝুলে থাকা অজগরটি উদ্ধার করে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রান্নাঘরের সিলিংয়ে সাপটি দেখে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় সিলিংয়ে ওপর থেকে উদ্ধার করে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ চা বাগানের আশপাশের বনজঙ্গলের ছোটখাটো ঝোপঝাড় উজার হয়ে যাচ্ছে। এগুলোর মাঝেই নানান প্রজাতির বন্যপ্রাণীরা লুকিয়ে থেকে জীবনরক্ষায় সুযোগ পায়। এছাড়াও বনগুলোতে রয়েছে প্রাণীদের উপযোগী চরম খাদ্য সংকট। ফলে আবাসস্থল ধ্বংস এবং খাদ্য সংকটের কারণে এভাবেই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।
বিবিবি/এএটি