ফেনী: গত বছরের আগস্টের ভয়াবহ বন্যায় পর্যদুস্ত হওয়া ফেনীতে গত ২৪ ঘণ্টা ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
সোমবার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত এই বর্ষণ দেখা গেছে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
টানা বৃষ্টির কারণে জেলা শহরের রামপুর, পাঠানবাড়ী, শাহীন একাডেমি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে অবিরাম বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানিও। বিকেল ৪টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নদী বাঁধের একটি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে। ফুলগাজী-পরশুরাম ছাগলনাইয়াসহ বিভিন্ন এলাকায় বসতিতেও পানি উঠেছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম।
এসএইচডি/এইচএ/