মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে এবটি দুধরাজ সাপ। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দুই উপজেলাজুড়ে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেটিকে অবমুক্ত করা হয়।
সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা বাংলানিউজকে বলেন, ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন দেন দুধকুমার মোদির পার্শ্ববর্তী এলাকার লোকজন। তারা দুধরাজ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। পরে আমি দ্রুত গিয়ে সাপটিকে উদ্ধার করি।
তিনি বলেন, এই দুধরাজ নির্বিষ প্রজাতি। এর কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এই সাপটি আমাদের কৃষি এবং কৃষকের বন্ধু। এরা ফসলধ্বংসকারী ক্ষতিকর ইঁদুর খেয়ে আমাদের কৃষির উপকার সাধন করে। দুধরাজের ইংরেজি নাম Common Trinket Snake।
অবমুক্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সহযোগিতায় ফরেস্টার সিদ্দিককে সাথে নিয়ে সাপটিকে জানকিছড়া বিটে অবমুক্ত করি।
বিবিবি/এএটি