ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অজগর উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ৮, ২০২৫
শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অজগর উদ্ধার উদ্ধারকৃত অজগর সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে সংকটাপন্ন প্রজাতির একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের বাঁশঝাড়ে সাপটি দেখা যায়।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বাংলানিউজকে বলেন, শুক্রবার  সকালে গরুর খামারের পাশে একটি বাঁশঝাড়ে হঠাৎ একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে তারা খবর দিলে আমরা বাঁশঝাড়ের ওপর থেকে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধারকাজে আমার সঙ্গে ছিলেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় হাঁস-মুরগি খেয়ে ফেলছিল একটি সাপ, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর অজগরটি উদ্ধার হলো।

বন্যপ্রাণী সূত্র জানায়, অধিকাংশ অজগর কিছুটা বৃক্ষবাসী। বনে-জঙ্গলে এদের পাওয়া যায়। তবে নদী, হাওর কিংবা ঝিলের সন্নিকটে এদের বেশি দেখা যায়। অজগর স্তন্যপায়ী, পাখি এবং সরীসৃপ জাতীয় প্রাণী নির্বিচারে খায়। তবে স্তন্যপায়ী প্রাণী বেশি পছন্দ করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল এবং হরিণ শিকার করে। খাবার পূর্বে অজগর শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।

আইইউসিএন, বাংলাদেশের তালিকা অনুযায়ী অজগরের এই প্রজাতিটি  ‘সংকটাপন্ন প্রজাতি’ হিসেবে তালিকাভুক্ত।  

বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।