মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন ধানক্ষেত এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ধানক্ষেতের জালে আটকা পড়ে গিয়েছিল।
তিনি বাংলানিউজকে বলেন, খুব সকালে আমার বন্ধু জিৎ রায় আমাকে ফোন দিয়ে বলে যে, লঙ্গুপাড় গ্রামে একটা অজগর সাপ ধানক্ষেতে মধ্যে আটকা পড়ে আছে। খবরটি শুনে আমি সাথে সাথে সাপটিকে উদ্ধার করি।
এ উদ্ধারকারী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতে থাকা নেটের বেড়া অজগরটির গায়ে পেঁচিয়ে গিয়েছিল। পরে আমি আস্তে আস্তে প্লাস্টিকের নেটগুলোকে কেটে কেটে সাপটিকে উদ্ধারে সম্মত হই। পরে বন বিভাগের পরামর্শক্রমে এটিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সূত্র জানায়, অজগরের ইংরেজি নাম ‘পাইথন’। এরা কখনো মৃত প্রাণী বা মরে পড়ে থাকা প্রাণী খায় না। জীবিত প্রাণীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তারপর তার শ্বাস-প্রশ্বাস রোধের মাধ্যমে হত্যা করে গিলে খায়। একটি অজগর সাধারণত পাঁচ থেকে ছয় বছরে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে।
বিবিবি/এএটি