ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সম্মাননা পেলেন ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের ৩০ সদস্য

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, এপ্রিল ২৬, ২০১২
সম্মাননা পেলেন ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের ৩০ সদস্য

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিচালিত রেডিও ক্যাম্পবাজের ৩০ সদস্যকে সম্মাননা দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।



সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী আনোয়ার হোসেন, ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো ও রেডিও ক্যাম্পবাজের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউল্যাবের সিনিয়র প্রভাষক আসিউজ্জামান, আনিস আলমগীর, বিকাশ চন্দ্র ভৌমিক, শামস বিন কাদের, মোনামী হক।  

রেডিও ক্যাম্পবাজের ব্যবস্থাপক সাদিয়া দোহা জানান, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে ‘রেডিও ক্যাম্পবাজ’। বর্তমানে ইউল্যাবের শতাধিক শিক্ষার্থী এই রেডিওর সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি আরো জানান, এই রেডিওতে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। নিজেরাই বিভিন্ন অনুষ্ঠান তৈরি ও প্রচার করছেন। শিগগিরই এটি অনলাইনে সম্প্রচারিত হবে।

সম্মাননা প্রদানের আগে ইউল্যাবের স্প্রিং সেমিস্টারের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদের তৈরি প্রতিবেদন, টক শো, মিউজিক ভিডিও ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।