ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

চট্টগ্রামে উদ্যোক্তা সম্মেলন

ওয়াহিদ হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, মে ১৭, ২০১২
চট্টগ্রামে উদ্যোক্তা সম্মেলন

নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১৮ মে শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উদ্যোক্তা সম্মেলন ২০১২’। এ সম্মেলনের প্রধান আয়োজক ইন্টারন্যাশনাল ইয়ুথ চেম্বার।

চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে বেলা তিনটায় শুরু হবে উদ্যোক্তা সম্মেলন ২০১২। সম্মেলনটি  উদ্বোধন করবেন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম-এর কান্ট্রি ডিরেক্টর নাভিদ মাহমুদ।

আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন বলে আয়োজক সূত্র জানিয়েছেন। চট্টগ্রামে হতে যাওয়া উদ্যোক্তা সম্মেলন প্রসঙ্গে প্রধান আয়োজক ইন্টারন্যাশনাল ইয়ুথ চেম্বারের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, চট্রগ্রামের তরুণ উদ্যোক্তাদের সঠিক দিক নির্দেশনা এবং তাদের অনুপ্রাণিত করতেই উদ্যোক্তা সম্মেলন আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ সম্মেলন থেকে আমাদের তরুণ সমাজ অনেক কিছু জানতে এবং শিখতে পারবে বলে আমরা আশা করছি।
সম্মেলনে তরুণরা বিভিন্ন বিষয়ের উপর সেমিনার এবং ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভবিষ্যতে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সকল দিকনির্দেশনা দেওয়া হবে এ সম্মেলনে। সম্মেলনের পর্দা নামবে সন্ধ্যা সাতটায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।