ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

শাহরুখ সংখ্যালঘু বলে তাকে হয়রানি করা হচ্ছে: লালু প্রসাদ যাদব

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, মে ২০, ২০১২
শাহরুখ সংখ্যালঘু বলে তাকে হয়রানি করা হচ্ছে: লালু প্রসাদ যাদব

ঢাকা : ভারতের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘বলিউড কিং’ শাহরুখ খানকে নিষিদ্ধ করার তীব্র সমালোচনা করে বলেছেন, শাহরুখ খান সংখ্যালঘু বলেই তার সঙ্গে এ আচরণ করা হয়েছে।

হিন্দি দৈনিক নবভারত টাইম্স পরিবেশিত সংবাদে বলা হয়, জনপ্রিয় বিহারি নেতা লালু প্রসাদ আরও বলেন-- শাহরুখ খান মুসলমান, এ কারণেই তাকে হয়রানি করা হচ্ছে।



ব্যাপক জনপ্রিয় আইপিএল টুর্নামেন্টের সমালোচনা করে লালু বলেন, আইপিএল’র কারণে ক্রিকেটের মত জনপ্রিয় খেলার দফারফা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই একটি বেসরকারি চ্যানেলে আইপিএল’র একাধিক ফ্রাঞ্চাইসিদের বিরুদ্ধে কালো টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এর দিন কয়েকের মধ্যেই ফের কেকেআর (কোলকাতা নাইট রাইডার্স) প্রধান শাহরুখকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।

এরই সূত্র ধরে বিহারের রাজধানী পাটনায় সম্প্রতি এক অনুষ্ঠানে লালু সাংবাদিকদের বলেন, আইপিএল-এর বিবাদ-বিসম্বাদ নতুন কিছু নয়। আগেও এমনধারা ঘটনা ঘটেছে এতে।  

লালু আরও বলেন, আইপিএলে বিদেশি খেলোয়াড়দের কেনাকাটা এমন কায়দায় চলে যেভাবে টেন্ডারে মালামাল নিলাম হয়। আইপিএল নিয়ে বর্তমানে চলা নানান অভিযোগের উল্লেখ করে লালু বলেন, দ্বন্দ্ব-বিরোধের জের ধরে এরই মধ্যে আইপিএলে ৪/৫ জন খেলোয়াড়কে সাসপেন্ড করা হয়েছে।

ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে খেলা চলাকালীন এক বিদেশী নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

আইপিএলকে এক বহুল বিতর্কিত টুর্নামেন্ট আখ্যা দিয়ে তিনি জানান, ভারতের সাবেক ক্রিকেট তারকা কীর্তি আজাদ আইপএল নিয়ে সম্প্রতি যেসব প্রশ্ন উত্থাপন করেছেন তার উত্তর কেউই দেননি।

উল্লেখ্য, গত বুধবার (১৬ মে) ওয়াংখেড়েতে আইপিএল’র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফ-এ প্রায় পাকা জায়গা করে নেয় শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে অনেক রাতে নিজের সন্তানসহ বেশ কয়েকজন শিশুকে নিয়ে মাঠে যান তিনি। অত রাতে তাকে মাঠে ঢুকতে বাধা দেওয়া হলে এমসিএ এবং বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তর্কাতর্কিতে জডিয়ে পড়েন শাহরুখ।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নীতীন দালালের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের ধাক্কা দেন তিনি। এছাড়া দুর্বব্যহার করেন ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও।
 
এরই ফলশ্রুতিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আগামী পাঁচ বছর প্রবেশ করতে পারবেন না মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।


বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।