ঢাকা: রাজধানীর বনানীতে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিফা-২০১২ রোড টু চ্যাম্পিয়নস লিগ’ শীর্ষক গেমস প্রতিযোগিতা।
ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগঠন টেকমোলজি।
৩২টি দলের হয়ে লড়ছেন ৩২ জন প্রতিযোগী। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই গেমস প্রতিযোগিতা। লয়টারে ঢুকলে বোঝার উপায় নেই এটি কোনো প্রযুক্তি নির্ভর গেমস। জমজমাট উত্তেজনার মধ্যে দিয়েই প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গোল হলে চিৎকার আবার হেরে গেলে হতাশা দুটোই ছিল। খেলা চলাকালীন সময়ে বিনোদনেরও ব্যবস্থা করেছেন আয়োজকবৃন্দ। স্টোরি টেলারস ব্যান্ডের দুই সদস্য পুরো সময় ধরে গেয়ে গেছেন জনপ্রিয় সব গান।
এ গেমস প্রতিযোগিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এক্সবক্স, অন্যটি পিএসথ্রি। দুটি পর্ব থেকে ৪টি দল ফাইনাল খেলায় অংশ নেয়। ভিন্ন দুটি সলিউশন থেকে সেরাদের মধ্যে হয় ফাইনাল খেলা। ফাইনালে চ্যাম্পিয়ন হন শফিউল। এছাড়াও দ্বিতীয়, তৃতীয় ও চতূর্থ হন যথাক্রমে রাকিন, ওয়ালিদ, রাফিন।
চ্যাম্পিয়ন শফিউলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ ৬ হাজার টাকা ও ২ হাজার টাকার গিফট ভাউচার।
টেকমোলজির এধরনের আয়োজন এই প্রথম। আয়োজক সমন্বয়কারী এহসানুল হক বাংলানিউজকে জানান, ভবিষ্যতে এধরনের আরো গেমস প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রযুক্তিকে জানতে হলে গেমস হচ্ছে সহজ ও প্রথম মাধ্যম। এর ভেতর থেকেই সবার ভেতরে প্রযুক্তি নিয়ে আগ্রহ জন্মায়।
প্রতিযোগিতায় অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর