ঢাকা: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজিত ইউরো কাপ কুইজ কনটেস্টের প্রথম বিজয়ী হয়েছেন সাদিয়া দোহা। বিজয়ী হিসেবে তিনি বনানীর অভিজাত রেস্ট্রুরেন্ট লয়টার ডি ৮৫- এর পক্ষ থেকে পেয়েছেন ফ্রি কুপন।
বিজয়ী সাদিয়া একজন বন্ধুকে নিয়ে লয়টারে আসেন। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান শ্রুতিচিত্রে যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। সাদিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি অনেক দিন ধরেই বাংলানিউজ পড়ি। বেশ কয়েকবার কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবারই প্রথম বিজয়ী হলাম। বিজয়ী হয়ে ভালোই লাগছে। ’
এদিকে বাংলানিউজের এই প্রতিযোগিতার প্রথম দিনে প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৪, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি
শেরিফ আল সায়ার