ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ইমক্যাবে ফরিদ সভাপতি সুকুমার সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জুন ১৬, ২০১২
ইমক্যাবে ফরিদ সভাপতি সুকুমার সম্পাদক

ঢাকা : ভারতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য গড়ে তোলা সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’ (ইমক্যাব)-এর আহবায়ক কামটির সভা শুক্রবার (১৫ জুন) রাতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

ওই সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দ্য টেলিগ্রাফের বাংলাদেশ সংবাদদাতা ফরিদ হোসেন সভাপতি এবং সংবাদ প্রতিদিনের সুকুমার সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।



কর্মক্ষেত্রে পারষ্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সকালবেলার বাংলাদেশ প্রতিনিধি আতাউর রহমান, নির্মল চক্রবর্তী (উত্তরবঙ্গ সংবাদ) আনোয়ারুল করিম রাজু (প্রয়াগ), মীর আফরোজ জামান (কালান্তর) মৌসুম আকন্দ (যুগশঙ্খ), সেলিম রেজা প্রমুখ ।  

এছাড়া সভায়  আতাউর রহমানকে প্রধান  এবং নির্মল চক্রবর্তী ও আনোয়ারুল করিম রাজুকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি গঠনতন্ত্র  প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয় ।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ ও মান উন্নয়নে ইমক্যাব অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে  কাজ করবে এবং  ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে নিয়মিত বৈঠক ও ব্রিফিং আয়োজনের উদ্যোগ নেবে।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে  দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সংবাদ মাধ্যম যেন মূখ্য ভুমিকা পালন করতে পারে সে বিষয় নিয়ে ইমক্যাব শিগগিরই কয়েকটি সেমিনার ও আলোচনার আয়োজন করবে।

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।