ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সুনামগঞ্জ জেলা প্রশাসকের বারান্দায় ফুটেছে নাইট কুইন

শাহজাহান চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, জুন ২৬, ২০১২
সুনামগঞ্জ জেলা প্রশাসকের বারান্দায় ফুটেছে নাইট কুইন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সরকারি বাসভবনের বারান্দায় টবে লাগানো নাইট কুইন গাছে ১১টি ফুল ফুটেছে।

জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে টবে রাখা নাইট কুইনের একটি গাছে এক এক করে ১১টি ফুল ফুটতে শুরু করে।

জেলা প্রশাসক হিসেবে সুনামগঞ্জে যোগদানের পর থেকে তিনি গাছটি পরিচর্যা করে আসছেন।

তিনি আরও জানান, ওই টবে ১৮টি কলি ছিল, এর মধ্যে ১১টি ফুল ফুটেছে।

এদিকে, ফুটন্ত নাইট কুইন ফুল দেখতে রাতে শহরের গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসকের বাসভবনে ভিড় করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।