ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে কুৎসিতদর্শন কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জুন ২৭, ২০১২
বিশ্বের সবচেয়ে কুৎসিতদর্শন কুকুর!

ঢাকা: মাগলি নামের একটি ব্রিটিশ কুকুর বিশ্বের সবচেয়ে ‘কুৎসিত দর্শন কুকুর’ হওয়ার গৌরব (!) লাভ করেছে। যুক্তরাজ্যের পিটারবোরো থেকে আসা চীনা বংশোদ্ভূত কুকুরটি অপর ২৫ প্রতিযোগীকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেয়।



যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুৎসিত কুকুর নির্বাচনের এ প্রতিযোগিতায় একমাত্র বিদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেয় মাগলি। বিচারকদের সামনে নিজের ‘কুৎসিত’ চেহারা প্রদর্শনের সময় কুকুরটির গায়ে পরানো ছিলো ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকার ডিজাইন সম্বলিত কোট। এছাড়া কুকুরটির মাথায় হ্যাট এবং গলায় একটি বো-টাইও ঝোলানো ছিলো বলে জানা গেছে।

মাগলিকে সান ফ্রানসিসকোর উত্তরে পেটালুমায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নিয়ে আসেন এর গর্বিত মালিক ৪৯ বছর বয়সী বেভ নিকলসন। প্রতিযোগিতায় তার কুকুর প্রথম হওয়ায় তিনি ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। কুকুরটির দুই মাস বয়স থেকেই তিনি একে প্রতিপালন করে আসছেন বলে জানান।

তিনি বলেন, ছোটবেলা থেকেই চেহারা কুৎসিত হওয়ার কারণে এর নাম মাগলি হয়ে যায়। মাগলি নামের অর্থ ভয়ালদর্শন বা বিচ্ছিরি চেহারা। তবে তিনি দাবি করেন, মাগলির আচার ব্যবহার বেশ ভদ্রজনোচিত।

বিশ্বের কুৎসিততম কুকুরের খেতাব জয়ের পাশাপাশি মাগলি নগদ এক হাজার ডলার পুরস্কার লাভ করে বলে জানা গেছে। পাশাপাশি কুকুরের বিস্কিট প্রস্তুতকারক বিখ্যাত প্রতিষ্ঠান ডগি ডলারস বিস্কিটের পক্ষ থেকে এক বছরের জন্য কুকুরের বিস্কিট বিনামূল্যে পাবে মাগলি। এছাড়া পেটালুমার শেরাটন হোটেলে ভিআইপি কক্ষে থাকার সুবিধার সঙ্গে সঙ্গে সেলিব্রেটি ফটো শুটে অংশ নেওয়ারও সুযোগ পাবে মাগলি।

উল্লেখ্য, আট বছর বয়সী কুকুরটি ২০০৫ সাল থেকে ব্রিটেনের সবচেয়ে কুৎসিত কুকুরের পুরস্কার জিতে আসছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।