ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

কোরআন পাঠে প্রযুক্তির ছোঁয়া

ফিচারডেস্ক, বাংলানউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, জুলাই ১৬, ২০১২
কোরআন পাঠে প্রযুক্তির ছোঁয়া

ঢাকা: প্রযুক্তির কল্যাণে জ্ঞানচর্চার পথ সুগম হয়েছে অনেক আগেই। ধর্মচর্চার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না।

পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পাঠেও বিশেষ প্রযুক্তি যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। এবার কলকাতার একটি সংস্থার উদ্যোগে কোরআন পাঠে প্রযুক্তির নতুন প্রয়োগ, যোগ করেছে ভিন্নমাত্রা।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, কলকাতার ওই সংস্থাটি বাংলাসহ ভারতীয় কয়েকটি ভাষায় কোরআনের অনুবাদ শোনার যন্ত্র তৈরি করেছে। বিশেষ এই যন্ত্রের সাহায্যে মূল কোরআনের সঙ্গেই অনুবাদ শোনা যাবে, একই সঙ্গে শোনা যাবে কোরআনের তাফসিরও। রোববার চীনা প্রযুক্তির ওই যন্ত্র বাজারে এসেছে।

যন্ত্রটি বাজারজাত করা ব্যবসায়ি আব্দুল আজিজ ফারুকি বলেন, “যন্ত্রটি একটা মোটা পেনের মতো। এটি আসলে ‌একটি সেন্সর৻``

তিনি আরও বলেন, ``ইকরা-এ-কোরান নামের ব্যাটারি চালিত যন্ত্রটি চালু করার পরে বিশেষভাবে তৈরি একটি বুকমার্ক থেকে ভাষা আর কোন ইমামের গলায় কোরআন শুনতে চান, সেখানে সেন্সর পেনটি ছুঁইয়ে দিন আর তারপরে বেছে নিন বিশেষভাবে ছাপা পবিত্র কোরআনের যে কোনো একটি পাতা বা আয়াত৻ তারপরেই যন্ত্র নিজে থেকেই মূল আয়াত আর আপনার বেছে নেওয়া ভাষায় আয়াতটির বা গোটা পাতার অনুবাদ শুনিয়ে দেবে। ``
ইকরা-এ-কোরআনের সাহায্যে রেকর্ড করা কোরআনের তাফসিরও শোনা যাবে পছন্দ অনুযায়ি ভাষা ও পাঠকের কণ্ঠে।

ব্যবসায়ি আব্দুল আজিজ ফারুকি বলেন, “ইমামদের সঙ্গে এই যন্ত্রের কোনও বিরোধ নেই। বরং ইমামদের কাজ অনেকটা সহজ করে দেবে আর বেশি সংখ্যায় ধর্মপ্রাণ মুসলমানের কাছে পবিত্র কোরানের বাণী পৌঁছে দেবে এই যন্ত্র। ``

চীনের একটি কারখানায় মাসে ৫০ হাজার ‘ইকরা-এ-কোরআন’ তৈরি করবে আর যন্ত্রটি কিনতে খরচ হবে সাত হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এআই / সম্পাদনা: শিমুল সুলতানা
ইসলাম ডেস্ক: bn24.islam@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।