ঢাকা: ৫২ বছর বয়সি মোসলেউদ্দিন সরকার ২৩ বছর পর ফিরে এসেছেন স্বজনদের কাছে। এরমধ্যে পাকিস্তানের করাচির একটি জেলে আটক ছিলেন টানা ১৫ বছর।
চলতি বছরের মে মাসে নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি মোসেলেমের স্বজনদের ফোন করে জানান, মোসলেউদ্দিন জীবিত আছেন। অজ্ঞাত ঐ ব্যাক্তি আরও জানান, তিনি পাকিস্তানের করাচি জেলে আটক আছেন।
সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ তাকে করাচি জেল থেকে মুক্ত করে দেন এবং তাকে দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন।
ভাগ্যের নির্মম শিকার মোসলেউদ্দিনকে ঢাকায় শাহজালাল বিমাবন্দরে তার ভাই জড়িয়ে ধরেন।
জানা যায়, ১৯৮৯ সালের কোনও এক সময় ভারতে যান। সেখানে আসাম, মেঘালয় এবং সবশেষে দিল্লিতে অবস্থান করেন। ১৯৯৭ সালে পাকিস্তানে ঢোকার সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হন। তার কাছে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র না থাকায় আদালত তাকে কারাগারে পাঠায়।
দেশে থেকে নিখোঁজ হবার আগে পর্যন্ত মোসলেউদ্দিন চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডকে কাজ করতেন। এরপর তাকে আর খুঁজে পায়নি তার পরিবার।
জানা গেছে, অজ্ঞাত পরিচয় ঐ ব্যাক্তি ফোন কলের উপর ভিত্তি করে আন্তর্জাতিক রেডক্রস কমিটি তাকে করাচির একটি জেলে খুঁজে পায়।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর