ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

‘বেশি সুন্দরী’ তাই...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, আগস্ট ৪, ২০১২
‘বেশি সুন্দরী’ তাই...

ঢাকা: ‘ও কেনো এতো সুন্দরী হলো?’ বাংলা গানের জীবন্ত কিংবদন্তী শিল্পী মান্না দে’র জনপ্রিয় রোমান্টিক গান এটি। গানের কথায় আসলে প্রেমিকের প্রশ্ন নয়, প্রকাশ পেয়েছে মুগ্ধতা।

কিন্তু সুদূর ইতালির গিয়ানকার্লো গিয়ান্নিনি কীভাবে যে এ প্রশ্নের গোলক ধাঁধায় পড়লেন কে জানে!

৩৫ বছর বয়সী গিয়ান্নিনি স্ত্রীর রূপে পাগল হয়ে গেছেন! ২৬ বছর বয়সী স্ত্রী আলেসান্দ্রা সোরেন্তিনো ‘কেন এতো সুন্দরী’ এ প্রশ্ন তাকে হয়রান করে তুলেছিল। এ মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে (?) স্ত্রীকে চিরতরে চোখের আড়াল করার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললেন গিয়ান্নিনি। বড় একটি কাচি বসিয়ে দিলেন স্ত্রী সোরেন্তিনোর হৃৎপিণ্ড বরাবর। গত জুলাইয়ের গোড়ার দিকে এ ট্রাজিক ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ওই দম্পতির বাসার ব্যালকনি থেকে সোরেন্তিনোর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। স্বামী গিয়ান্নিনিকেও আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গিয়ান্নিনি বলেন, “আমার বউ ‘অনেক বেশি সুন্দরী’ তাই খুন করেছি। ”

এ দম্পতি বসবাস করতেন নেপলসের কাছের পালমা কাম্পানিয়া এলাকায়। তাদের চার ও ছয় বছর বয়সী দু’টি সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের সময় শিশু দু’টি ঘুমিয়ে ছিল।

ধারণা করা হচ্ছে, ঈর্ষাকাতরতা থেকে গিয়ান্নিনি এ কাজ করেছেন। এটা এক ধরনের মানসিক বিকার বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।