ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ফেরি করে শিশু বিক্রির চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, আগস্ট ৭, ২০১২
ফেরি করে শিশু বিক্রির চেষ্টা!

ঢাকা: দরজায় দরজায় ফেরি করে শিশু বিক্রি করতে চাওয়ার অভিযোগে এখন এক ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্রের পুলিস । নর্থ ফ্লোরিডার একটি মোটেলের কক্ষে কক্ষে ঘুরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা শিশুটিকে খাদ্যের বিনিময়ে বিক্রির চেষ্টা করছিলো বলে পুলিস জানিয়েছে।



এদিকে খাদ্যের বিনিময়ে শিশু বিক্রির চেষ্টার খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানকার সংবাদমাধ্যমে এ খবর ছাপা হয়েছে ফলাও করে।

নর্থ ফ্লোরিডার অরেঞ্জ পার্ক পুলিস এখন ওই ব্যক্তি ও শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অরেঞ্জ পার্কের একটি ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের সামনে থেকে শিশুটিকে নিয়ে ট্যাক্সিতে ওঠে পড়ে ওই ব্যক্তি। শনিবার  রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্র্শীরা।

তবে অরেঞ্জ পার্ক পুলিশের মুখপাত্র গ্যারি ব্রিগস জানান রেকর্ড অনুযায়ী ওই সময়ে কোনো ট্যাক্সি শিশুসহ ওই ব্যক্তিকে ওঠায়নি। তবে পুলিস এখনও ট্যাক্সিটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ট্যাক্সি ক্যাবটি ওই ব্যক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলে ধারণা করছে পুলিস।

শিশুটির অবস্থান ও তার নিরাপত্তা নিশ্চিত করাই এখন কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পুলিসের মুখপাত্র ব্রিগস।

এদিকে মোটেলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন ওই ব্যক্তি ও শিশুটির একটি ছবি উদ্ধার করেছে পুলিস। তবে ছবি দেখে শিশুটির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক বোঝা সম্ভব হয়নি ।

ওই ব্যক্তি ও শিশু সম্পর্কে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে তা পুলিসকে জানানোর জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২

এম এম কে / সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।