ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

শিশুদের পাশে লিডার্স ফর নেশন

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, আগস্ট ১২, ২০১২
শিশুদের পাশে লিডার্স ফর নেশন

ঈদ মানেই খুশি। আনন্দ এবং একে অন্যের প্রতি ভালবাসার দিন ‘ঈদ’।

ঈদে নতুন জামার শখ প্রতিটি শিশুরই রয়েছে। কিন্তু অনেক সময় সুবিধাবঞ্চিত শিশুদের ভাগ্যে মেলে না নতুন জামা।

তাদের মুখে হাসি ফোটাতেই ১১ আগস্ট (শনিবার) মিরপুর ১৪-তে অবস্থিত ইব্রাহিমপুরে একটি প্রাইমারী স্কুলের প্রায় ১০০ শিশুকে ঈদের কাপড় বিতরণ করে লিডার্স ফর নেশন।

মিরপুর ইব্রাহিমপুরে এই প্রাইমারী স্কুলটিতে ঢাকার সব অসহায় ছেলেমেয়েরা পড়াশোনা করে। যাদের অনেকেরই নেই কোন স্থায়ী ঠিকানা। ঈদে নতুন জামা তাদের কাছে যেন অধরা কোন স্বপ্ন ছাড়া আর কিছুই না।

এইসব শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষে লিডার্স ফর নেশন প্রতি বছর আয়োজন করে ‘প্রজেক্ট ঈদের হাসি’। যাতে এসব ছিন্নমূল শিশুদের মুখে ঈদ এর সামান্য হলেও হাসি ফোটে।

এই প্রজেক্টটি পরিচালনা করেন লিডার্স ফর নেশনের সভাপতি আলমির আহসান আসিফ, ব্যবস্থাপক নাভীদ আজিজ খান, সমন্বয়কারী অর্ণব সাহা এবং উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা তানভীর রহমান সহ আট সদস্যের একটি দল। সেই সাথে প্রজেক্টটিতে অংশগ্রহণ করেন সংগঠনটির মোট ২২ জন সদস্য। এটি পরিচালিত হয় সদস্যদের নিজস্ব অনুদান এবং বন্ধুদের ও পরিবারের অর্থায়নে।

উল্লেখ্য, লিডার্স ফর নেশন একটি অরাজনৈতিক, অলাভজনক,  স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী দ্বারা পরিচালিত। এটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড আয়োজন ও অংশগ্রহণ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।